Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

কাউনিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত 


দৈনিক পরিবার | সাইদুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২৪, ০৮:১৭ পিএম কাউনিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত 

রংপুরের কাউনিয়ায় উত্তম কৃষি চর্চা (জিএপি) সার্টিফিকেশন বিষয়ক কৃষক-কৃষাণী ও উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলার ৬ ইউনিয়নের ৫০ জন কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা এ প্রশিক্ষণে অংশ নেন।
 প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. হাবিবুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার ও আজমাইন মূশতারী। 
উত্তম চাষাবাদে আধুনিক যান্ত্রিকীকরণ, জমির উর্বরতা রক্ষায় জৈব সার ও বালাইনাশকের ব্যবহার, মানব দেহের জন্য নিরাপদ ও গুণগত মান সম্পন্ন কৃষি ফসল উৎপাদন, বিপণনসহ পণ্যের ব্যান্ডিং নিয়ে বিস্তর আলোচনা করেন প্রশিক্ষকরা। 
পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়।  

Side banner