Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভাঙ্গায় সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ১৯, ২০২৫, ০১:৫৪ পিএম ভাঙ্গায় সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের

ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের শুরুর দিকে ভাঙ্গা পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই জামায়াত কর্মী আহত হয়েছেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তারা ঢাকার সমাবেশে চলে গেছেন।
সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত নেতার নাম মো. আবু সাঈদ (৫৫)। তিনি খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে খুলনা থেকে ২০টি যাত্রীবাহী বাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়ক শেষ করে ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ওঠার আগে ভাঙ্গা পৌরসভার সামনে চায়ের দোকানে চা পান করেন অনেকে। চা পান শেষে ভোর সাড়ে ৩টার দিকে আবার ঢাকার উদ্দেশ্য বাস ছাড়ে। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি যানের ধাক্কায় জামায়াতের আমিরকে বহনকারী বাসটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, ২০টি বাসের পেছন দিক থেকে তিন নম্বর বাসে ছিলেন ওই জামায়াত নেতা। বাসগুলো সারিবদ্ধভাবে যাচ্ছিল। একেবারে পেছনের বাসটিতে একটি অজ্ঞাত যান বেপরোয়াভাবে ধাক্কা দিলে সেটি গিয়ে সামনের দুটি বাসের ওপর আছড়ে পড়ে। তিনি তিন নম্বর বাসের পেছনের দিকে থাকায় বেশি আঘাত পান এবং নিহত হন। এ ঘটনার পর তাদের বহরের অন্যান্যরা ঢাকায় চলে যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Side banner