Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

মোহনপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ হাজার টাকা জরিমানা


দৈনিক পরিবার | মো. ফয়সাল হোসেন সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৮:৪৩ পিএম মোহনপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ হাজার টাকা জরিমানা

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বীজ বিক্রয়ের প্রতিষ্ঠানের মালিকের জরিমানা করা হয়। মেসার্স রাজু বীজ ভান্ডারে মেয়াদ উত্তীর্ণ বীজ রাখা ও বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩ টায় কেশরহাট পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মোহনপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। 
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বীজ প্রত্যয়ন এজেন্সির অফিসার মো: সাজ্জাদ হোসেন, জেলা বহিরাংগন অফিসার মো. হুসনা ইয়াসমিন, মোহনপুর উপজেলা কৃষি অফিসার মো. কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন সহ উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। 
এ বিষয়ে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা বলেন, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Side banner