Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ফার্মেসিকে জরিমানা


দৈনিক পরিবার | মোশাররফ হোসেন সেপ্টেম্বর ১৮, ২০২৫, ০৮:৫৬ পিএম রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ফার্মেসিকে জরিমানা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত রাজারহাট বাজারের বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজারহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার মো. হাফিজুর রহমান মিয়া। সার্বিক সহযোগিতা করেন রাজারহাট থানা পুলিশ।
অভিযান চলাকালীন সময়ে “ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩” এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে রাজারহাট বাজারের মা মেডিসিন কর্ণার, সিফা ফার্মেসি, শাহীন মেডিসিন কর্ণার, আশা ফার্মেসি এবং খন্দকার ফার্মেসিসহ মোট পাঁচটি ফার্মেসিকে সর্বমোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্তৃপক্ষ জানায়, রাজারহাট বাজারে ঔষধের মান নিয়ন্ত্রণ, এন্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ এবং বৈধ লাইসেন্স নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এছাড়া সাধারণ ক্রেতাদের প্রতি মেয়াদোত্তীর্ণ ঔষধ না কেনা, সঠিক দাম যাচাই করা এবং রেজিস্টার্ড ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। যেকোনো অনিয়ম দেখলে প্রশাসনকে অবহিত করার অনুরোধও জানানো হয়েছে।

Side banner