ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় মনেক ডাকাতের ছেলে শিপন ও এক হোটেল কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নুরজাহানপুর গ্রামের শিপন মিয়া, আলমনগরের ইয়াসিন ও চরলাপাং গ্রামের নুর আলম। গুরুতর আহতঅবস্থায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনেক ডাকাতের ছেলে শিপন ও থোল্লাকান্দির রিফাত বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে টানাপোড়েন চলছে। এলাকায় চাঁদাবাজি, ডাকাতির ভাগাভাগি ও স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘাতের সূত্রপাত।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি মূলত আধিপত্য ও লুটের টাকার ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের শত্রুতার ধারাবাহিকতা। অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।








































আপনার মতামত লিখুন :