Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ২, ২০২৫, ০৯:০৪ এএম সাভারে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

সাভারে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দেলোয়ার (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর)  রাতে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 
এরআগে বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। 
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী সঙ্গে দেলোয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ হতো। পরে ওই তরুণী বিদেশে যাবে বলে ওই যুবককে জানায়। এতে অভিযুক্ত দেলোয়ার তার মায়ের মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। পরে দেলোয়ারের কথা শুনে তার (দেলোয়ারের) মাকে নিয়ে ওই তরুণীর বাসায় আসতে বলেন। এরপর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে দেলোয়ার ও তার মা এবং অন্তর নামের এক বন্ধুকে নিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ওই তরুণীর বাসায় আসেন। এসময় ওই তরুণীর সঙ্গে দেলোয়ারের মায়ের আলোচনা শেষে তিনি চলে যান এবং দেলোয়ার ও তার বন্ধু ওই তরুণী বাসায় অবস্থান করেন। সে সময় ওই তরুণীকে একা পেয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী তরুণী সাভার মডেল থানায় দলবদ্ধ ধর্ষণের একটি অভিযোগ করেন।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দেলোয়ারকে বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় বাকি আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Side banner