Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন


দৈনিক পরিবার | মো. সারোয়ার হোসেন অপু  নভেম্বর ২, ২০২৫, ০৭:১৪ পিএম বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

“সমবায়ের আদর্শে গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে শনিবার (১ নভেম্বর) বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
জনকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক ডিএম মহিনুর রহমান। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান, আরডা মাল্টিপারপাস লিঃ এর সভাপতি ডা. নুরুল ইসলাম, ঊষা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি সাঈদ আল সাহাফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে গড়ে ওঠা এক উন্নয়নমুখী পরিবার। প্রত্যেকে নিজ দায়িত্ববোধ নিয়ে কাজ করলে সমাজের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন সম্ভব।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার রাজীব আহমেদ, উপজেলা আনসার ভিডিপি অফিসার, বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Side banner