রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারী নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের শিবপুর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নেতাকর্মীরা রাস্তায় বসে ও শুয়ে প্রতিবাদ জানান এবং “নজরুল হটাও, পুঠিয়া-দুর্গাপুর বাঁচাও”, “নজরুল ভুয়া”সহ বিভিন্ন স্লোগান প্রদান করেন।
অবস্থান কর্মসূচির কারণে প্রায় ৩০ মিনিট মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। এতে দূরপাল্লার বাসসহ সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল একজন “অযোগ্য প্রার্থী”। তারা দাবি করেন, ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের বিপক্ষে টেলিভিশন প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করে তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী ডা. মনসুর রহমানের সঙ্গে “আতাত” করেছিলেন বলেও অভিযোগ করেন তারা। এ অভিযোগে কেন্দ্রীয় বিএনপি তখন তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল বলে নেতাকর্মীদের দাবি।
নেতাকর্মীরা আরও বলেন, গত ১৭ বছর দলের কর্মসূচির ধারে-কাছেও আসেননি নজরুল ইসলাম মন্ডল। দুঃসময়ে দলের কর্মসূচিতে অংশ নেননি, নেতা-কর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি এবং সাধারণ মানুষের সঙ্গেও তার সম্পর্ক ছিল না।
তাদের অভিযোগ নজরুল ইসলাম মন্ডলকে পরিবর্তন না করলে এ আসনে ধানের শীষের বিজয় অনিশ্চিত হয়ে পড়বে।
বিক্ষুব্ধ নেতাদের দাবি, পুঠিয়া-দুর্গাপুর আসনে দলের দুঃসময়ে যারা মামলা–হামলা–নির্যাতন সহ্য করে মাঠে ছিলেন, এমন একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। তাদের মধ্য থেকে যেকোনো একজনকে মনোনয়ন দিলে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এ আসনে বিজয় নিশ্চিত করতে পারবেন।
তারা কেন্দ্রীয় বিএনপির প্রতি দ্রুত প্রার্থী পরিবর্তনের দাবি জানান। এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পলান সরদার, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা বাবু, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, যুবদলের সাবেক আহবায়ক চয়েন উদ্দিন শেখ, যুবদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কাওছার আলী, দুর্গাপুর ছাত্রদলের আহবায়ক ইমন আহাম্মেদ সুমন ও পুঠিয়া ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল প্রমুখ।








































আপনার মতামত লিখুন :