Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

শ্রীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল


দৈনিক পরিবার | মো. সাকিব খান  নভেম্বর ২৯, ২০২৪, ০৮:২৬ পিএম শ্রীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন কর্তৃক মসজিদে হামলা রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার দায়ে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধকরণ ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
মাগুরার শ্রীপুর উপজেলা নাকোল ইউনিয়নের স্থানীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা উদ্যোগে শুক্রবার দুপুরে ওয়াপদা মোড়ে এ বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় সকল গ্রামের ছাত্র ও নাকোল ইউনিয়নের সকল মসজিদে ইমাম ও জনসাধারণ এ বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি প্রথমে ওয়াপদা মোড় থেকে কামারখালী ব্রিজ পর্যন্ত গিয়ে আবার ওয়াপদা মোড়ে ফিরে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। 
এ সময় নাকোল ইউনিয়নের সকল মসজিদের ঈমাম ও ছাত্র, জনসাধারণ এ মহাসমাবেশে বক্তব্য রাখেন। 
এ সময় বক্তারা বলেন, ভারতি আগ্রাসি সন্ত্রাসী দল ইসকন কর্তৃক চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে সন্ত্রাসী কায়দায় হামলা করে তার মৃত্যু নিশ্চিত করেছে। আমরা এ সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধসহ এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। তা না হলে বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঈমামসহ ও দেশের সর্বস্তরের জনগনকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন বাস্তবায়ন করার হুশিয়ারী দেওয়া হয়।

Side banner