Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে আটক ২


দৈনিক পরিবার | তিমির বনিক নভেম্বর ৫, ২০২৪, ০৭:৩৯ পিএম শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে আটক ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত দুই জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) এসআই সুব্রত চন্দ্র দাস সহ একদল পুলিশ উপজেলার উত্তর ভাড়াউড়া চা বাগানে অভিযান পরিচালনা করে জিআর ১২৯/১৭ (শ্রীঃ) এর ০১(এক) বছরের সাজাপ্রাপ্ত আসামী উত্তর ভাড়াউড়ার মৃত তাপেশ্বর লাল রবিদাস ছেলে অমৃত লাল রবিদাসকে গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে এসআই সজীব চৌধুরী সহ একদল পুলিশ উপজেলাধীন সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন থেকে জিআর ১২৭/২০১৮ (শ্রীঃ) এর আসামী কুঞ্জবনের বাসিন্দা আব্দুর রহমান এর ছেলে ফারুক মিয়াকে গ্রেপ্তার করেঞ।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশি প্রহরায় মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Side banner