Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
৬৩ হাজার ৭৫৮ হেক্টর জমিতে

পিরোজপুরে আমন চাষ হয়েছে


দৈনিক পরিবার | পিরোজপুর প্রতিনিধি অক্টোবর ২২, ২০২২, ০৯:৩০ এএম পিরোজপুরে আমন চাষ হয়েছে

পিরোজপুর জেলায় চলতি মৌসুমে ৬৩ হাজার ৭৫৮ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালকের কার্যালয়ে  সুত্র মতে গত বছর এ জেলায় ৬১ হাজার ৬৩৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হলেও এ বছর গত বছরের চেয়ে ২ হাজার ৭২৩ হেক্টর অধিক জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এ বছর আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ১২ হাজার ৯২০ মেট্রিক টন। যেখানে গত বছর উৎপাদন হয়েছিল ১ লক্ষ ২ হাজার ২ মেট্রিক টন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম সিকদার জানান, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছরেও আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা শুধু অর্জন নয় অতিক্রমও সম্ভব হবে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে গিয়ে কৃষকদের পোকা-মাকড় দমনসহ আমন ধানের ক্ষেত এর পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকরাও বিভিন্ন ধরনের সরকারি সহযোগিতা এবং সারের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকায় আমন ধান চাষে আন্তরিক রয়েছে। ফলে আমন চাষের জমির পরিমাণ প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে। এছাড়া জেলার প্রায় সর্বত্রই পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করার সুযোগ রয়েছে বিধায় কৃষকরা  চাষাবাদে অধিক আকৃষ্ট হচ্ছে।

 

Side banner