Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

কেশবপুরে এসএসসি ১৯৮২ ব্যাচের মিলনমেলা


দৈনিক পরিবার | নাজিম উদ্দীন  জুন ১২, ২০২৫, ০৯:২৪ পিএম কেশবপুরে এসএসসি ১৯৮২ ব্যাচের মিলনমেলা

যশোরের কেশবপুরে এসএসসি ১৯৮২ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিরাশিয়ানদের উদ্যোগে এ উপলক্ষে দিনব্যাপী ছিল নানা আয়োজন। মিলনমেলা উপলক্ষে সকালে কেশবপুর শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে শহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে গিয়ে শেষ হয়। 
পরে সেখানে পরিচিতি পর্ব, প্রয়াত বন্ধুদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল, স্মৃতিচারণ, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিরাশিয়ানদের দিনব্যাপী এ মিলনমেলায় উপস্থিত ছিলেন, এসএসসি-১৯৮২ ব্যাচের খালেকুজ্জামান খান, প্রফেসর এম এ লতিফ, আছাদুজ্জামান, আব্দুল খালেক, সুনীল দাস, নূরুল ইসলাম, আব্দুল্লাহ-নূর-আল আহসান বাচ্চু, বাসুদেব সেনগুপ্ত, রফিকুল ইসলাম, ফিরোজা আক্তার হেনা, বনানী তালুকদার, বীণা, রেহানা খাতুন, পূর্ণিমা রাণী প্রমুখ।
মিলনমেলায় অংশ নেওয়া খালেকুজ্জামান খান বলেন, দীর্ঘ ৪৩ বছর এমন একটা মিলনমেলা করতে পেরে আমরা উচ্ছ্বসিত। জীবনের শেষ প্রান্তে এসে বন্ধুদের এই জমায়েত আমাদের আরও বেশি আনন্দিত করেছে। আগামীতে এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার চেষ্টা করবো। 
শিক্ষক নূরুল ইসলাম বলেন, বন্ধুদের এক জায়গায় পেয়ে আজকে আমাদের মহা আনন্দের দিন। দিনটি স্মরণীয় হয়ে থাকবে। 
ফিরোজা আক্তার হেনা বলেন, আজকের এই মিলনমেলায় এসে এতো আনন্দ লাগছে, যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। বন্ধু বান্ধবরা একসঙ্গে হয়ে যেন আগের জীবনে ফিরে গেলাম।

Side banner