বাঞ্ছারামপুর বার্তায় সংবাদ প্রকাশ ও প্রশাসনের চাপের পর অবশেষে ‘জুলাই বিপ্লব’ উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন কর্মসূচি পালন করেছে বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। শনিবার (১৯ জুলাই) প্রতিষ্ঠানটির ক্যাম্পাস প্রাঙ্গণের বিভিন্ন দেয়ালে আঁকা হয় নানা ধরনের শিক্ষণীয় ও ইতিহাসভিত্তিক গ্রাফিতি।
সরকারি আদেশ অনুযায়ী সারাদেশে ‘জুলাই বিপ্লব দিবস’ স্মরণে এই কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু উপজেলার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রাথমিকভাবে এ আদেশ উপেক্ষা করায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। পরে “বাঞ্ছারামপুর বার্তায়” সংবাদ প্রকাশিত হলে এবং প্রশাসনিক তৎপরতায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রতিষ্ঠানটি।
গ্রাফিতি অঙ্কনে অংশগ্রহণকারী অধিকাংশ শিক্ষার্থী ও শিক্ষক এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, জাতীয় ইতিহাসকে স্মরণে রাখার এমন আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে হওয়াটা গর্বের। তবে দুঃখজনক হলেও সত্য, সময়মতো অংশগ্রহণ না করায় এই প্রতিষ্ঠানের নাম উপজেলায় পাঠানো হয়নি। ফলে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে তারা বঞ্চিত হয়েছেন।
শিক্ষার্থীরা জানান, তারা চমৎকার ও তথ্যবহুল গ্রাফিতি তৈরি করলেও প্রতিযোগিতার বাইরে থাকা তাদের জন্য হতাশার।
স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও আগেই সচেতন হওয়া উচিত ছিল।
আপনার মতামত লিখুন :