Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

ফুলবাড়ীতে শিক্ষার্থী হামিদুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


দৈনিক পরিবার | বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি নভেম্বর ২৪, ২০২৪, ০৫:৩০ পিএম ফুলবাড়ীতে শিক্ষার্থী হামিদুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (২৪ নভেম্বর) বেলা ১টায় মানববন্ধন করেছে কলেজের অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা। কলেজ গেটে ডিগ্রী তৃতীয় বর্ষের পরীক্ষার্থী, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের দক্ষিণ নগরাজপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হামিদুল ইসলামের হত্যাকারীদের শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 
মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, প্রভাষক আরাবুর রহমান ও জাকারিয়া মিঞা, ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী সুজন মিয়া। 
উল্লেখ্য, গত ৪ নভেম্বর দিবাগত রাতে ডাকাতবেশী একদল দুষ্কৃতিকারীর হাতে নির্মমভাবে হত্যার শিকার হন হামিদুল ইসলাম নামের ওই শিক্ষার্থী। হত্যাকান্ডের ২০ দিন পেরিয়ে গেলেও এখনও এর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

Side banner