Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা 


দৈনিক পরিবার | সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  জানুয়ারি ২৬, ২০২৫, ০৪:৫৫ পিএম বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা 

ঐক্যবদ্ধ কাজ করি, কুষ্ঠমুক্ত দেশ গড়ি, এ প্রতিপাদকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রতি বছরের ন্যায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী। এতে বক্তব্য দেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ শাহজাহান আলী, উপজেলা ইপিআই টেকনিশিয়ান আসাদুজ্জামান খান প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ রাজবংশী বলেন, বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।

Side banner