Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বাঞ্ছারামপুরে কসাই রুবেল গ্রেফতার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ১৭, ২০২৫, ০৬:২১ পিএম বাঞ্ছারামপুরে কসাই রুবেল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী কসাই রুবেলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাঞ্ছারামপুর থানা পুলিশ কর্তৃক রুবেল মিয়া ওরফে কসাই রুবেল ও সোহেল মিয়াকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঞ্ছারামপুর পৌরসভার সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের গ্রেফতার করে। 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক, অস্ত্র আইনসহ ২৩টির অধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Side banner