Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

হাইকোর্টে ২২ বিচারক নিয়োগ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৫, ০৯:৫৭ পিএম হাইকোর্টে ২২ বিচারক নিয়োগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত ২২ জন অতিরিক্ত বিচারককে একই বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে বাদ পড়েছেন বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই ২২ জন অতিরিক্ত বিচারককে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন।
নিয়োগ পাওয়া ২২ জন বিচারক হলেন: ১. বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, ২. বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, ৩. বিচারপতি মো. মনসুর আলম, ৪. বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, ৫. বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, ৬. বিচারপতি মো. যাবিদ হোসেন, ৭. বিচারপতি মুবিনা আসাফ, ৮. বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, ৯. বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, ১০. বিচারপতি মো. আবদুল মান্নান, ১১. বিচারপতি তামান্না রহমান খালিদী, ১২. বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, ১৩. বিচারপতি মো. হামিদুর রহমান, ১৪. বিচারপতি নাসরিন আক্তার, ১৫. বিচারপতি সাথীকা হোসেন, ১৬. বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, ১৭. বিচারপতি মো. তৌফিক ইনাম, ১৮. বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, ১৯. বিচারপতি শেখ তাহসিন আলী, ২০. বিচারপতি ফয়েজ আহমেদ, ২১. বিচারপতি মো. সগীর হোসেন ও ২২. বিচারপতি শিকদার মাহমুদুর রাজী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সচিব স্বাক্ষর করেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। এর মধ্যে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ রায় চৌধুরীও ছিলেন।

Side banner