উপমহাদেশের শ্রমিক আন্দোলনের অগ্রদূত, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী, মুক্তিযুদ্ধ চলাকালীন ইস্টার্ন জোন লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শ্রম, সমাজকল্যাণ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জননেতা জহুর আহম্মদ চৌধুরী'র ৫০তম মৃত্যু বাষিকীতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ১১ টায় মরহুমের কবরে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে কবর জেয়ারত শেষে মরহুমের পরিবারের সন্তান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী সহ অন্যান্যদের সাথে সাক্ষাতে মিলিত হয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব শ্রমিকনেতা আবুল হোসেন আবু বলেন, মরহুম জননেতা জহুর আহম্মদ চৌধুরী ও তার অনুসারী মরহুম জননেতা আলহাজ্ব এ,বি,এম মহিউদ্দিন চৌধুরীর শ্রমিক বান্ধব রাজনীতি আমরা যারা অনুসরণ করি, তারা সকলেই আজ মরহুম জননেতা জহুর আহম্মদ চৌধুরী ও মহিউদ্দিন চৌধুরীর শূণ্যতা অনুভব করি। শ্রম অধিকার প্রতিষ্ঠায় এ দুজনের জীবনাদর্শ আমাদেরকে শ্রমিক রাজনীতির যে পাঠ দিয়েছেন তা অনুসরণ ও বাস্তবায়নে আমাদেরকে আপস কামীতার বিরুদ্ধে লড়াই করে শ্রমিক সাম্যের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেতা সাবের আহমদ, নাসির উদ্দিন, আব্দুল লতিফ, জানে আলম, সমিরুল ইসলাম তুহিন, মো. ইব্রাহিম, মমতাজ উদ্দিন, আবু তাহের, আব্দুল করিম, সোহাগ মির্জা, মোঃ সোহেল, আলী হোসেন, কামাল উদ্দিন, মোঃ মফিজ, আল আমিন, মোঃ জয়নাল, হেলাল আকবর বাবর, মোঃ ফরিদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :