Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

নবাবগঞ্জে ১৭ বছর পর সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা


দৈনিক পরিবার | অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৪:৫৪ পিএম নবাবগঞ্জে ১৭ বছর পর সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

দিনাজপুরের নবাবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা শাখা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাইলট হাইস্কুলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় দিনাজপুর দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোঃ আনোয়ারুল ইসলাম, নবাবগঞ্জ থানা আমীর নজরুল ইসলাম, থানা সেক্রেটারি রেজাউল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সাধারণ মানুষ বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আগামীতে জামায়াতে ইসলামী নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করবে।
অতীত সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারেনি উল্লেখ করে বক্তারা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক তাদের লেখনির মাধ্যমে দেশ তথা সমাজকে এগিয়ে নিতে পারে।

Side banner