লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পুরাতন পরিষদ মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় শেষ হয়েছে "শহীদ আবু সাঈদ স্মৃতি নাইট ফুটসল ফুটবল" টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ।
বুধবার (২৩ অক্টোবর) রাতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। চন্দ্রপুর সমাজ কল্যাণ সংস্থা'র উদ্যোগে আয়োজিত এ টুর্ণামেন্টে ১৬টি দলের অংশ গ্রহণে নকআউট পদ্ধতিতে শেষ হয়ে"চন্দ্রপুর ব্যবসায়ী ফুটবল একাদশ ও "রংপুর লিজেন্ড ফুটবল একাদশ" ফাইনাল খেলার গৌরব অর্জন করেন।
ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা ছড়িয়ে নির্ধারিত সময়ে কোন দল গোল করতে না পারায় ট্রাইবেকারে রংপুর লিজেন্ড ফুটবল একাদশ, চন্দ্রপুর ব্যবসায়ী ফুটবল একাদশ কে ৩/০১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলার পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পায় ১৭ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ দল পায় ৩৫০০ টাকার প্রাইজ মানি।
উক্ত ফাইনাল খেলায় চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, মো.আক্কেল আলী মাষ্টারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এনায়েত কবির, অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল আবু সালেহ মুসা জঙ্গী, আইনজীবী, জজ কোর্ট, রংপুর, আহসান হাবিব প্রিন্স, ইন্সপেক্টর অব পুলিশ এসবি, ঢাকা। সার্বিক সহযোগীতা করেছেন মো: এনামুল হক, সৌদি প্রবাসী ও মো: আতিকুল ইসলাম, সৌদি প্রবাসী। আয়োজক কমিটির সভাপতি ছিলেন মোঃ মাসুদ রানা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট আউটলেট, চাপারহাট।
বাংলাদেশের সীমান্ত ইউনিয়নে দীর্ঘদিন পর এমন খেলা দেখতে পেরে দারুন খুশি বিভিন্ন বয়সী দর্শক। মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে এবং রংপুরে পুলিশের গলিত গুলিতে নিহত হওয়া বেগম রোকেয়া কলেজের ছাত্র মোঃ আবু সাঈদের স্মৃতিকে ধরে রাখতে এমন আয়োজন বলে জানায় ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা।
আপনার মতামত লিখুন :