Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১ বৈশাখ ১৪৩১

কলমাকান্দায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ইমন রহমান মার্চ ৩১, ২০২৪, ১২:১৭ পিএম কলমাকান্দায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ মার্চ) দিনব্যাপি চলে বীর মুক্তিযোদ্ধা ডাঃ আক্কাস আলী শেখ ফাউন্ডেশন এর উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা। হাফেজ হাবিবুর রহমান এর সঞ্চালনায়
হাফেজ মাওঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইদ্রিস আলী তালুকদার, অনুষ্ঠানের বিচারক মণ্ডলীর দ্বায়িত্বে ছিলেন হযরত মাওঃ নুরুল্লা ভৃইয়া, হাফেজ মনিরুল ইসলাম, মুফতি উলিউল্লাহ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এস এম আলমগীর গোলাপ।
এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোঃ আফতাব উদ্দিন, গোলাম মুজাহিদ, এস এম আওরঙ্গজেব প্রবাল, এস এম আমির হামজা জনি, এস এম ফারাবী অন্তর, বিভিন্ন হাফিজি মাদ্রাসার মুহতামিমগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে প্রতিযোগি হাফেজদের মাঝে পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Side banner