আজ আনোয়ার হোসেন মৃত্যু বার্ষিকী
আজ ১৩ সেপ্টেম্বও বাংলার নবাব খ্যাত অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যু বার্ষিকী। ২০১৩ সালের আজকের এইদিনে তিনি মৃত্যুবরণ করেন। অভিনেতা আনোয়ার হোসেন ১৯৩১ সালের ৬ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি চলচ্চিত্র ভুবনে নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন নবাব নামে খ্যাত। তিনি ঐতিহাসিক, রাজনৈতিক, নাট্যধর্মী, লোক কাহিনীভিত্তিক, পোশাকি ফ্যান্টাসি, সাহিত্য নির্ভর, শিশুতোষ, পারিবারিক মেলোড্রামা,