সোনাতলায় কৃষকের স্বপ্নের আমন ধান উঠছে ঘরে, কাটামারায়ে ধুম পড়েছে
বগুড়া সোনাতলায় কৃষকের স্বপ্নের আমন ধান মাঠে কাটছেন ও নেট বিছিয়ে মাড়াই করছেন। জানা গেছে, গ্রামের চিরায়িত নিয়ম অনুযায়ী নবান্নের পর থেকে সাধারণত কৃষক মাঠের আমন ধান কাটা ও মাড়াই শুরুর কাজটি করে থাকেন। মাঠে গিয়ে চোখে পড়লো কৃষকেরা গুন গুন করে গান গাইছেন আর গানের তালে ধান কেটে মাঠেই