গাংনীতে নাবা সীডের উদ্যােগে ভূট্টা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের দিগলকান্দি গ্রামে ভূট্টা চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে নাবা ৫৫ সীডের উদ্যােগে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবা ভূট্টা সীডের স্থানীয় পরিবেশক হাইউল নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য রাখেন নাবা ক্রপ কেয়ার লিমিটেডের বিজনেস ম্যানেজার