Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

শেষ ওভারে ৩ ছক্কায় আয়ারল্যান্ডকে স্তব্ধ করে ইতালির অবিস্মরণীয় জয়


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৩৬ এএম শেষ ওভারে ৩ ছক্কায় আয়ারল্যান্ডকে স্তব্ধ করে ইতালির অবিস্মরণীয় জয়

জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ১৬ রান। গ্র্যান্ট স্টুয়ার্টের লাগল কেবল তিন বল। ব্যারি ম্যাককার্থিকে টানা তিন ছক্কায় উড়িয়ে ইতালিকে স্মরণীয় জয় এনে দিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অলরাউন্ডার। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সোমবার দুবাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ইতালির জয় ৪ উইকেটে।
সিরিজটা ইতালির জন্য এমনিতেই মাইলফলকের। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে ইউরোপের এই উঠতি ক্রিকেট শক্তির প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এটি। প্রথম দুই ম্যাচে হারলেও, উপলক্ষটা রাঙাল তারা শেষ ম্যাচে অবিস্মরণীয় এক জয়ে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড এদিন দুই বল বাকি থাকতে অলআউট হয় ১৫৪ রানে। সেই রান ইতালি পেরিয়ে যায় তিন বল হাতে রেখে। শেষ চার ওভারে ইতালির প্রয়োজন ছিল ৪৬ রান, শেষ দুই ওভারে ৩০। একপর্যায়ে সমীকরণ দাঁড়ায় ৭ বলে ২০ রানে।
১৯তম ওভারের শেষ বলে মার্ক অ্যাডায়ারকে চার মেরে দেন মার্কাস কাম্পোপিয়ানো। আর শেষ ওভারের প্রথম তিন বলে তিন ছক্কা মেরে দলকে উচ্ছ্বাসে ভাসান স্টুয়ার্ট। সাত নম্বরে নেমে ৪ ছক্কা ও এক চারে ১৯ বলে ৩৩ রানে অপরাজিত রয়ে যান ৩১ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ভাবনায় রেখে সিরিজটি খেলল দল দুটি। বাছাইপর্বের চ্যালেঞ্জ উতরে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে চারবারের ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ ইতালি।
আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইতালি। ম্যাচটি তাদের খেলার কথা ছিল মূলত বাংলাদেশের বিপক্ষে। কিন্তু নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে যেতে রাজি না হওয়ায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি।
‘সি’ গ্রুপের অন্য তিন দল ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপাল।

Side banner