Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

জয়ার ওসিডি’র ট্রেলারে রোমহর্ষক কাহিনি!


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক জানুয়ারি ২৬, ২০২৬, ০৬:৩৯ পিএম জয়ার ওসিডি’র ট্রেলারে রোমহর্ষক কাহিনি!

আসছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন টালিউড সিনেমা ‘ওসিডি’। আগামী ৬ ফেব্রুয়ারি থ্রিলার ঘরানার এই ছবিটি মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে; যেখানে জয়াকে দেখা যাবে এক ভয়ংকর চরিত্রে! সোমবার দুপুরে প্রকাশ পেয়েছে এর ট্রেলার; যেখানে উঠে এসেছে রোমহর্ষক সব কাহিনি।
পুরো ট্রেলারজুড়েই দেখা যায় এক অদ্ভুত রহস্য ও মানসিক অস্থিরতা। শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদী মানসিক প্রভাবকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়েছে। এক নির্যাতিত শিশুর দৃষ্টিভঙ্গি থেকে সমাজ ও অপরাধকে দেখার এক নতুন আঙ্গিক তুলে ধরেছেন পরিচালক।


ছবিতে জয়া আহসানকে দেখা যাবে শ্বেতা নামের একজন চিকিৎসকের চরিত্রে। ট্রেলারে দেখা যায়, শ্বেতা তার চারপাশ নিঁখুতভাবে পরিষ্কার রাখতে মরিয়া, যেন প্রতিটি ধূলিকণা সরাতেই হবে। তবে এই পরিচ্ছন্নতার নেশার আড়ালে লুকিয়ে আছে শৈশবের ভয়াবহ কোনো স্মৃতি, যা তাকে এক ধরণের অপরাধের দিকে ঠেলে দেয়।
ট্রেলারে এক শিশুশিল্পীকে দেখানো হয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকায়। সে ‘ভুতু’ খ্যাত ওপার বাংলার আর্শিয়া মুখার্জি। জয়া, আর্শিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ফজলুর রহমান বাবুকে। এছাড়াও ওপার বাংলার কৌশিক সেন, অনসূয়া মজুমদারের মতো অভিনয়শিল্পীরাও রয়েছেন।


শৈশবের কোনো তিক্ত অভিজ্ঞতা যখন সারাজীবন তাড়া করে বেড়ায়, তখন তা একজন মানুষকে কতটা অপরাধপ্রবণ বা প্রতিশোধস্পৃহ করে তুলতে পারে? পরিচালক সৌকর্য ঘোষালের পরবর্তী সিনেমা ‘ওসিডি’-র ট্রেলারে সেই বাস্তবতাই ফুটে উঠবে- এমনটাই আশা দর্শকদের।

Side banner