Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চীনে সর্বনিম্ন জন্মহার রেকর্ড 


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:৪৩ পিএম চীনে সর্বনিম্ন জন্মহার রেকর্ড 

গত বছর চীনে জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সরকারি তথ্য মতে, জনসংখ্যা হ্রাস ঠেকাতে কর্তৃপক্ষের নানা উদ্যোগ সত্ত্বেও টানা চতুর্থ বছরের মতো দেশটির জনসংখ্যা কমেছে। 
ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জানিয়েছে, ২০২৫ সালে চীনে জন্মগ্রহণ করেছে মাত্র ৭৯ লাখ ২০ হাজার শিশু। এসময়ে প্রতি ১ হাজার জনসংখ্যায় জন্মহার দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩, যা ১৯৪৯ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে সর্বনিম্ন।
এতে করে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটির জনসংখ্যা সংক্রান্ত যে চ্যালেঞ্জ রয়েছে সেটি সামনের কয়েক দশকের জন্য আরও বেশি গভীর হবে।

Side banner