Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

থাইল্যান্ড ভ্রমণে আশনা হাবিব ভাবনার স্টানিং লুক


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৪৬ পিএম থাইল্যান্ড ভ্রমণে আশনা হাবিব ভাবনার স্টানিং লুক

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজের চেয়ে নিজের লাইফস্টাইল ও সমসাময়িক বিষয়ে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই তারকা। সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের নানা মুহূর্ত ভক্তদের জন্য শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না; থাইল্যান্ড থেকে একগুচ্ছ ছবি প্রকাশ করে নজর কেড়েছেন নেটিজেনদের। 
বর্তমানে থাইল্যান্ডের পাতায়ায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানকার সৈকত থেকে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাকে রয়েছেন ভাবনা; সাথে সানগ্লাস। যেখানে ফুটে উঠেছে অভিনেত্রীর এক ‘স্টানিং লুক’।


সমুদ্রের নীল জলরাশিকে পেছনে রেখে এক বারান্দার সোফায় হেলান দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আনমনে তাকিয়ে, আবার কখনও মৃদু হাসিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া’। 
ভাবনার শেয়ার করা এই ছবিগুলোতে নেটিজেনদের ব্যাপক সাড়া দেখা গেছে। তার পোস্টের মন্তব্যঘরে অনুরাগীরা প্রশংসা ও মুগ্ধতায় ভাসিয়েছেন।
নিজেকে সাহসী ও ভিন্ন অবতারে উপস্থাপন করতে ভাবনার জুড়ি নেই। আবার প্রায়ই নতুন নতুন কোনো রূপে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি।


‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয় আশনা হাবিব ভাবনার। এরপর ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত কাজ করছেন তিনি।

Side banner