Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ভারতে খেলতে না গেলে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ড


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:৪৮ পিএম ভারতে খেলতে না গেলে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে আইসিসি ভেন্যু পরিবর্তন করবে না বলে একটি প্রতিবেদন প্রকাশ করে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। একই ইস্যুতে এবার আরও বড় খবর দিল বিশ্বের অন্যতম গ্রহণযোগ্য বার্তা সংস্থা ফ্রান্সের এএফপি। বাংলাদেশ যদি ভারতে না যায়, তবে সেই জায়গা পূরণে স্কটল্যান্ডকে ডাকবে আইসিসি।
এএফপির প্রদিবেদনে বলা হয়েছে, বিসিবি ভারতে তাদের ক্রিকেট দল না পাঠালে বিকল্প দলের চিন্তা করে রেখেছে আইসিসি। এক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে স্কটল্যান্ড। কেননা আইসিসির র‌্যাঙ্কিং অনুযায়ী এগিয়ে রয়েছে তারা।  
নিরাপত্তার দোহাই দিয়ে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। ফলে আইপিএল খেলা হচ্ছে না কাটার মাস্টারের। এরপরই  বেঁকে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো একটি দলের নিরাপত্তা কিভাবে দেবে বিসিসিআিই- সেই প্রশ্নই রাখে বিসিবি।
ইএসপিএন-ক্রিকইনফো জানতে পেরেছে, গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনার সময় বিসিবিকে এই সময়সীমার কথা জানিয়ে দিয়েছে আইসিসি। বৈঠকে বিসিবি তাদের আগের অবস্থানেই অনড় ছিল, তারা বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে ভারতের বাইরে। সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কা তাদের কাছে বিকল্প।
অন্যদিকে আইসিসি তাদের মূল সূচি পরিবর্তন না করার বিষয়ে অনড়। সূচি অনুযায়ী বাংলাদেশ ‘গ্রুপ সি’-তে রয়েছে। শনিবারের সেই আলোচনায় বিসিবি অনুরোধ করেছিল বাংলাদেশকে ‘গ্রুপ বি’-তে সরিয়ে নিতে এবং আয়ারল্যান্ডের সঙ্গে জায়গা বদল করতে (যাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায়)। তবে আইসিসি এই প্রস্তাব গ্রহণ করেনি এবং বাংলাদেশকে আশ্বস্ত করেছে যে সেখানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

Side banner