Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ ১৪৩২

ফুটবল প্রতীক পেলেন কায়েস সিকদার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২১, ২০২৬, ০১:২৬ পিএম ফুটবল প্রতীক পেলেন কায়েস সিকদার

ফুটবল প্রতীক পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ০৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী মোহাম্মদ আবু কায়েস সিকদার। বুধবার (২১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান।
এদিকে প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে আবু কায়েস সিকদার বলেন, আমি আমার পছন্দের প্রতীক পেয়েছি। আশা করছি আগামী ১২ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া ০৬ আসন থেকে ফুটবল প্রতীকে আমি বিজয়ী হব ইনশাল্লাহ। 
তিনি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা করেন।  
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়েছে। আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা।

Side banner