Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৯ মাঘ ১৪৩২

সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চাইলেন বুবলী


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক জানুয়ারি ২২, ২০২৬, ০৪:৫৭ পিএম সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা চাইলেন বুবলী

দেশের তারকাদের নিয়ে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত ভিত্তিহীন খবর, ব্যক্তিগত আক্রমণ এবং মনগড়া তথ্য দিয়ে ভিডিও বানানো হচ্ছে; ছড়ানো হচ্ছে গুজব। এ প্রসঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলী জানালেন, এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিৎ, চাইলেন সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা। 
সম্প্রতি একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুবলী এসব কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় ট্রলিংয়ের শিকার হওয়া প্রসঙ্গে বুবলী দুঃখ প্রকাশ করে বলেন, আমার কাছে খুব দুঃখ লাগে যে, মেয়েরা ইদানিং মেয়েদেরকে আরও বেশি ট্রলিং করে। অনেক হিজাব পরা নারী আছেন, বলতে বাধ্য হচ্ছি- তারাও অন্যের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন।


বুবলী বলেন, আমার মনে হয় এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ আমাদের ইসলামে গীবত করাকে সবচেয়ে বেশি জঘন্য কাজ বলে গণ্য করা হয়।
সাইবার ক্রাইম বিভাগের সহযোগিতা কামনা করে বুবলী বলেন, এছাড়াও, শিল্পীদের দেশের বাইরে ছোট করা হচ্ছে। এসব কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, দেশের সাইবার ক্রাইম বিভাগের দ্রুত এই বিষয়গুলোতে নজর দেওয়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে, বুবলী দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন, এমন একটি গুঞ্জন শোবিজ পাড়ায় ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সাংবাদিকরা সরাসরি এ বিষয়ে প্রশ্ন করলে বুবলী কোনো পরিষ্কার উত্তর না দিয়ে বিষয়টি রহস্যের আড়ালেই রাখেন। বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকতেই পারে, আমি তাকে সম্মান করি। তবে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা প্রয়োজন। আজ যেহেতু একটি উৎসবের মঞ্চে আছি, তাই আলোচনাটি এখানেই থাক।
উল্লেখ্য, বুবলী বর্তমানে তার আসন্ন চলচ্চিত্র ‘পিনিক’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির ‘আধাচাঁদ’ শিরোনামের একটি রোম্যান্টিক গান সম্প্রতি ‘ওয়ান টেক’-এ শুট করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বলে দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

Side banner