Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২৬, ০১:৫১ পিএম বিশ্বকাপ বয়কট করছে না পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এই তথ্য নিশ্চিত হওয়ার পরই আলোচনায় এসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে তারা। রবিবার (২৫ জানুয়ারি) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যে শক্তিশালী দল ঘোষণা করেছে পিসিবি।
এর আগে গতকাল বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। এতে তীব্র নিন্দা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সঙ্গে বিশ্বকাপ বয়কট নিয়ে সরকারের সঙ্গে আলোচনার কথা জানিয়েছিলেন তিনি।
মহসিন নাকভি বলেন, ভারত ও পাকিস্তান অতীতে যে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও আইসিসির সেই একই হাইব্রিড মডেল বা ভেন্যু বদলের নীতি অনুসরণ করা উচিত। 
পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে নাকভি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি ফিরলেই এ বিষয়ে পিসিবির পরবর্তী পদক্ষেপ পরিষ্কার করা হবে।
কিন্তু পরদিনই (আজ) বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। এতে বোঝা যায় পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের কোনো সম্ভাবনা নেই। তাদের বক্তব্যগুলো কেবল বাংলাদেশকে সমর্থন দেওয়া এবং ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার একটি প্রক্রিয়া।

Side banner