কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে উপজেলার জয়পুর ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, নগদ টাকা সহ দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারী) ভোরে হোমনা সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন সাকিবুস সালেহীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি রিভলবার, ৩টি দেশীয় বন্দুক, বন্দুক তৈরীর যন্ত্রাংশ, অবৈধ কর্মকাণ্ডে ব্যবহৃত ৯টি মোবাইল ফোন, দুটি ট্যাব এবং নগদ ১৭ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। এ সময় রাজাপুর গ্রামের মনির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ দিকে অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়।








































আপনার মতামত লিখুন :