Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

বাঞ্ছারামপুর উপজেলা আমিন সমিতির কমিটি গঠন


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২৮, ২০২৬, ১২:২৪ পিএম বাঞ্ছারামপুর উপজেলা আমিন সমিতির কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতির ২৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এ. কে. এম. আব্বাসকে সভাপতি এবং মো. নুরুল আমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। উপজেলার সোবানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে উপজেলা আমিন (সার্ভেয়ার) সমিতি। সম্মেলনে সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত সভাপতি এ. কে. এম. আব্বাস।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি জাকির আমিন, এমদাদুল হক, ইদ্রিস আমিন ও মো. শাহজাহান; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া ও মো. শরিফুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক মো. আদেল হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, হুমায়ন কবির, মো. শরিফুল ইসলাম (গাজী), মো. রাজীব মিয়া ও নুরুল ইসলাম; কোষাধ্যক্ষ মো. রাকিব, দপ্তর সম্পাদক মো. সুজন, সহ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম তিরাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক মো. মোস্তফা মিয়া, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. বদিউজ্জামান, সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক নুর মোহাম্মদ (বাঞ্ছারামপুর), আইন সম্পাদক নুর মোহাম্মদ, ধর্ম সম্পাদক আব্দুল হাই (গাজী), সহ-ধর্ম সম্পাদক মুফতি মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক হাজিয়া বেবী বিনতে বাছেদ।
সম্মেলনে বক্তারা বলেন, নবগঠিত এ কমিটি উপজেলার আমিনদের পেশাগত অধিকার সংরক্ষণ, সমস্যা সমাধান এবং সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর