Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের পৃথক ঘটনায় ২ জন গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:০৭ পিএম মুন্সীগঞ্জে শিশু ধর্ষণের পৃথক ঘটনায় ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পৃথক দুটি শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে আল আমিন (৩৫) ও নুর ইসলাম ওরফে খচ্চর আলী (৭২) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রথম ঘটনাটি ঘটে মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকায়। পুলিশ জানায়, গত ২৬ জানুয়ারি বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে সাত বছর বয়সী এক শিশু অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় অভিযুক্ত আল আমিন কৌশলে শিশুটিকে পার্শ্ববর্তী একটি ঘরের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর ভুক্তভোগীর বাবা মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ধর্ষণকারীর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
অপরদিকে টংগীবাড়ী থানায় হওয়া আরেকটি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাবেক প্রহরী নুর ইসলাম ওরফে খচ্চর আলী (৭২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে টংগীবাড়ী উপজেলার পাশে অবস্থিত প্রেসক্লাবের একটি কক্ষে নির্জন সময়ে ১১ বছরের এক শিশুকে নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত। এর দীর্ঘদিন পর ২৬ জানুয়ারি ঘটনাটি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জেলা পুলিশের নজরে আসে। এরপর দ্রুত অভিযান চালিয়ে টংগীবাড়ী থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশ জানায়, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Side banner