ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সাতবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাতবিলা গ্রামের বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি সমর্থিত জোট প্রার্থী জোনায়েদ সাকির মাথাল মার্কার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য মো. হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও ছলিমাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম স্বপন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আবদুল বাতেন, মোশাররফ হোসেন, আবুল হোসেন, জহর মিয়া, শহিদ মিয়া, বিএনপি নেতা আবদুল কাইয়ূম, বিএনপি নেতা তাজুল ইসলাম, হাক্কু মিয়া, ফেরদৌস আহমেদ, অলি মিয়া, আরশ মিয়া, অদু মিয়া, স্বপন মিয়া, আলামিন প্রমুখ।
বক্তারা আগামী ১২ তারিখ বৃহস্পতিবার সকাল থেকে মাথাল মার্কায় ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। এলাকার ভোটারদের নির্ভয়ে দেশের উন্নয়নের জন্য তাদের ভোটটি যাতে মাথাল দেন সেই আহ্বান রেখে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন।








































আপনার মতামত লিখুন :