২০২৬ সালের ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের তিন শহরে এসএ গেমস হওয়ার কথা ছিল। আয়োজক পাকিস্তান নির্ধারিত সময়ে আয়োজন করতে পারেনি। গত পরশু উজবেকিস্তানের তাসখন্দে ২০২৭ সালের ২৩-৩১ মার্চ গেমসের নতুন দিনক্ষণ দিয়েছে পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশন।
উজবেকিস্তানের তাসখন্দে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সাধারণ সভা ও সভাপতি নির্বাচন ছিল। দক্ষিণ এশিয়ার অলিম্পিক কমিটির প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা আজ সকালে দেশে ফিরে বলেন, ‘উজবেকিস্তানে পাকিস্তান আগামী বছর মার্চের শেষ সপ্তাহে গেমস আয়োজনের ব্যাপারে মৌখিক আলোচনা করেছে। পাকিস্তান দেশে ফেরে আনুষ্ঠানিকভাবে জানাবে।’
দুই বছর পর পর দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক, আর্থ-সামাজিক নানা কারণে এই অঞ্চলের মাল্টি স্পোর্টস ডিসিপ্লিনের আসর বারবার পেছানোর সংস্কৃতি। ২০১৯ সালে নেপালের কাঠমান্ডু-পোখারার পর পাকিস্তান কয়েক দফা পিছিয়েও গেমস আয়োজন করতে পারেনি। বর্তমানে ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে অনেক।
এতে গেমসের ভবিষ্যত আরো শঙ্কিত, ‘উজবেকিস্তানে সাউথ এশিয়ান কাউন্সিলের সভা যেহেতু পাকিস্তান নেতৃত্ব দিয়েছে স্বাভাবিকভাবেই ভারতের প্রতিনিধিকে দেখা যায়নি। নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ তিন দেশই পাকিস্তানের কাছে জানতে চেয়েছিল গেমস আসলেই তারা করতে পারবে কিনা? পাকিস্তান বেশ দৃঢ়ভাবেই বলেছে আগামী বছর তারা গেমস করবে, দেখা যাক কি হয়’-বলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব।
২০২৬ সালে কমনওয়েলথ, এশিয়ান ও ইয়ুথ অলিম্পিকের মতো গেমস রয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ডিসিপ্লিন অনেকটাই চূড়ান্ত। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসের ডিসিপ্লিন এখনো ঠিক করেনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। ১ ফেব্রুয়ারি ময়মনসিংহের নির্বাহী সভায় সেটা হওয়ার আভাস দিলেন মহাসচিব, ‘ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজ পরিদর্শন পাশাপাশি নির্বাহী সভাও রয়েছে। সে সভায় আসন্ন গেমসগুলোর ডিসিপ্লিন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।’








































আপনার মতামত লিখুন :