Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২ মাঘ ১৪৩২

বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:১০ পিএম বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পদ্মা অয়েল পিএলসি’র উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ২টায় উপজেলার দুর্গারামপুরের ব্যাপারী বাড়িতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা অয়েল পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান।
এ সময় ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম দূররান লিপটনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
পদ্মা অয়েল পিএলসি’র পক্ষ থেকে স্থানীয় নিম্ন আয়ের মানুষের জন্য এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন পদ্মা অয়েল পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান। 

Side banner