Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ভাঙ্গুরায় সার কালোবাজারে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার নভেম্বর ১২, ২০২৫, ১০:০০ এএম ভাঙ্গুরায় সার কালোবাজারে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরকারি সার কালোবাজারে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৫ বস্তা সার।
মঙ্গলবার দুপুরে উপজেলার দিয়ারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয় বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান জানান।
অভিযানের কর্মকর্তারা বলেন, সরকারি বরাদ্দের সার গোপনে চাটমোহরে পাচারের চেষ্টা করছিলেন ডিলার সেলিম হোসেন। জনতা বিষয়টি টের পেয়ে গাড়ি আটকে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ছয় বস্তা ডিএপি, সাত বস্তা ইউরিয়া ও দুই বস্তা পটাশ সার উদ্ধার করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২ (৩) ধারা অনুযায়ী, বিসিআইসির ডিলার সেলিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শারমিন জাহান, ভাঙ্গুরা থানার ওসি মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Side banner