Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম বদলাতে বললেন সঞ্জয় মাঞ্জরেকার


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৩১, ২০২৬, ০২:০২ পিএম যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের নাম বদলাতে বললেন সঞ্জয় মাঞ্জরেকার

প্রতি দুই বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে আইসিসির এই মেগা ইভেন্টের দশম আসর। যদিও বাংলাদেশের বাদ পড়ার পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তাকে কেন্দ্র করে নাটকীয়তা চলছে। এরই মাঝে টি-টোয়েন্টি সংস্করণের বৈশ্বিক এই প্রতিযোগিতাকে বিশ্বকাপ সমমানের মনে করেন না বলে মন্তব্য করেছেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। একইসঙ্গে তিনি ভিন্ন নামও দিয়েছেন!
সাবেক এই ভারতীয় ক্রিকেটারের দুশ্চিন্তা মূলত ওয়ানডে ফরম্যাট নিয়ে। তার কাছে ক্রিকেটের সর্বোচ্চ আসর বলতে কেবল ওয়ানডে বিশ্বকাপই উল্লেখযোগ্য। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সঞ্জয় লিখেছেন, ‘আমার কাছে “ক্রিকেট বিশ্বকাপ” মানে সবসময়ই ৫০ ওভারের বিশ্বকাপ। দুই বছর পরপর টি-টোয়েন্টি সংস্করণের যে টুর্নামেন্ট হয়, এটিকে চার বছর পরপর আসা (ওয়ানডে) বিশ্বকাপের সমমানে দেখা উচিত নয়। আমার মতে এর প্রকৃত নাম হতে পারে– দ্য ওয়ার্ল্ড টি-টোয়েন্টি।’


সঞ্জয় মাঞ্জরেকার যে দুর্ভাবনা থেকে এমন মন্তব্য করলেন, একই বিষয় এর আগেও অনেকে আলোচনায় এনেছিলেন। তাদের মতে– ওয়ানডে ফরম্যাট ধীরে ধীরে প্রাসঙ্গিকতা হারচ্ছে, টেস্ট ও টি-টোয়েন্টির চাপে ‘স্যান্ডউইচ’ হয়ে পড়ছে! এমনকি সাবেক ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনও চলতি মাসের শুরুর দিকে উদ্বেগ জানিয়েছিলেন ওয়ানডে ফরম্যাটের ভাগ্য নিয়ে। একইসঙ্গে উল্লেখ করেন– ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হতে যাচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মার শেষ আসর।
নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ অশ্বিন বলেন, ‘আমি ২০২৭ বিশ্বকাপের পর ওয়ানডের ভবিষ্যত সম্পর্কে নিশ্চিত নই। আমি এ নিয়ে কিছুটা উদ্বিগ্ন। অবশ্যই আমি (ভারতের ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া প্রতিযোগিতা) বিজয় হাজারে ট্রফি দেখি, কিন্তু ততটা নয় যতটা সৈয়দ মুশতাক আলি ট্রফি (টি-টোয়েন্টি টুর্নামেন্ট) অনুসরণ করি। বিষয়টা আমার কাছে কঠিন মনে হয়। অবশ্য আমাদের দেখা জরুরি যে দর্শকরা কী দেখতে চায়। আমি মনে করি টেস্ট ক্রিকেটের এখনও একটা অবস্থান আছে, কিন্তু ওয়ানডের ততটা নেই বলে অনুভব করি।’
অশ্বিন আন্তর্জাতিক টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (৫৩৭) বোলার। এ ছাড়া ১১৬ ওয়ানডেতে নিয়েছেন ১৫৬ উইকেট। সাবেক অফস্পিনার অশ্বিন বলছেন, ‘দেখুন রোহিত ও কোহলি যখন বিজয় হাজারে ট্রফিতে ফিরল, মানুষ তা অনুসরণ করা শুরু করে। আমরা জানি যে, খেলা সবসময়ই ব্যক্তির চেয়ে বড়, কিন্তু একই সময়ে এমন (রোহিত-কোহলি) খেলোয়াড়ের প্রত্যাবর্তনও প্রাসঙ্গিক হয়ে ওঠে।’

Side banner