ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন আয়ারল্যান্ড অধিনায়ক পাল স্টার্লিং। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নেমে এই কীর্তি গড়েন তিনি।
এই ফরম্যাটে এটি ছিল স্টার্লিংয়ের ১৬০তম ম্যাচ। পেছনে ফেলেছেন রোহিত শর্মার ১৫৯ ম্যাচের কীর্তিকে। ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন স্টার্লিং। তারপর থেকে ছোট সংষ্করণে আয়ারল্যান্ডের লম্বা যাত্রার সঙ্গী তিনি। টপ অর্ডারে নিয়মিত ব্যাটার পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
দীর্ঘদিনের এই চলার পথে টি-টোয়েন্টিতে সর্বকালের শীর্ষ ব্যাটারের তালিকায় তার অবস্থান চতুর্থ। ৩৮৭৪ রান নিয়ে তিনি আছেন বাবর আজম, রোহিত শর্মা ও বিরাট কোহলির পরে। একটি সেঞ্চুরি ও ২৪ হাফ সেঞ্চুরি তার।
দুবাইয়ে মাইলফলক ছোঁয়া ম্যাচে ব্যাট হাতে বড় অবদান রাখতে পারেননি। ইনিংসে ওপেনিং করতে নেমে ৮ রানে আউট হন। আয়ারল্যান্ড প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৮ রান তোলে। তারপর সংযুক্ত আরব আমিরাতকে ১২১ রানে অলআউট করে ৫৭ রানে জেতে তারা।








































আপনার মতামত লিখুন :