Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

কুমারখালীতে বিক্ষোভ, হামলায় আহত ১ শিক্ষার্থী


দৈনিক পরিবার | কুমারখালী প্রতিনিধি জুলাই ১৭, ২০২৪, ০৮:০৪ পিএম কুমারখালীতে বিক্ষোভ, হামলায় আহত ১ শিক্ষার্থী

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্ট্যান্ডের গোলচত্ত্বরে অবস্থান নিয়ে  শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। বুধবার (১৭ জুলাই) বেলা ৩ টার দিকে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করেন তারা। পরবর্তীতে বিক্ষোভ মিছিল হলবাজারে পৌঁছালে  হামলায় একজন শিক্ষার্থী আহত হয়েছেন।
কুমারখালী সরকারি ডিগ্রি কলেজ থেকে অবস্থান নিয়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন সাঈদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবোনা। ‘আমার ভাই মরল কেন, প্রধানমন্ত্রী জবাব চাই’, ‘প্রধানমন্ত্রীর বক্তব্য ভুয়া ভুয়া’,‘কোটা আন্দোলনকারীদের ওপর হামলা কেন বিচার চাই বিচার চাই’, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এ কথা বলছে কে সরকার সরকার’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’,‘কোটা না মেধা মেধা মেধা, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’।
ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন থাকা অবস্থায় কিছু সময়ের মধ্যে মহাসড়ক ত্যাগ করেন শিক্ষার্থীরা। এসময়  মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়ক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা কুমারখালী হলবাজারে মোড়ে পৌঁছালে ঢিলের আঘাতে কুমারখালী সরকারি ডিগ্রি কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফজাল  আহত হন।
হামলাকারীদের খুঁজে পাওয়া না গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পুলিশ নিয়ন্ত্রণে আনেন। বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কার্যক্রম অব্যাহত রাখেন।

Side banner