Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

কবি ও সম্পাদক জহীর হায়দারের ৬৬তম জন্মোৎসব পালিত


দৈনিক পরিবার | সাহিত্য ডেস্ক ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:০৫ পিএম কবি ও সম্পাদক জহীর হায়দারের ৬৬তম জন্মোৎসব পালিত

ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোড পার্কে শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় মুক্ত আড্ডা আয়োজনে দেশের বিশিষ্ট কবি ও সম্পাদক জহীর হায়দার- এর ৬৬ তম জন্মোৎসব পালিত হয়। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সিনেট মেম্বার আলী আক্কাস নাদিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি ও সংগঠক শাহজাহান আবদালী এবং প্রধান আলোচক কবি ও সাংবাদিক সালাম সালেহ উদদীন। 
আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাঠক পরিষদের আহ্বায়ক মাহবুবুল মোরশেদ, কবি আফরিনা পারভীন, উচ্ছ্বাস প্রকাশা সংস্থার স্বত্বাধিকারী ও কবি আহমেদ মনির, ঢাকা আহছানিয়া মিশন স্কুলের সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা তপু। 
অনুষ্ঠানের বক্তাগণ কবি ও সম্পাদক জহীর হায়দারের সাহিত্যকর্ম বিশদভাবে আলোকপাত করেন। 
কবি জহীর হায়দারের প্রকাশিত গ্রন্থ অর্ধশতাধিক। এছাড়া তিনি শতাব্দী নামে একটি সাপ্তাহিক পত্রিকা দীর্ঘ চল্লিশ বছর ধরে সম্পাদনা করে চলেছেন। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং সবশেষে গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী মেহেদী পারভেজ ও কবি আফরিনা পারভীন।

Side banner