Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

অব্যক্ত ভালোবাসা 


দৈনিক পরিবার | ফিরোজ শাহীন আলাল  নভেম্বর ২, ২০২৫, ০৪:১৪ পিএম অব্যক্ত ভালোবাসা 

অব্যক্ত ভালোবাসা!
চৌচির তৃষ্ণার্ত পীড়িত দাঁড় কাক 
হাড়কাঁপানো পৌষালী হেম, একচিলতে উষ্ণ আক্ষেপ 
শীতে ঝরাপাতার জীর্ণতা, নৈঃশব্দ্যতা, দোদুল্যমান 
গাঙচিল উৎপিড়ন, উত্তাল সমুদ্রের গর্জন 
অব্যক্ত প্রেমেরচিঠি! হৃদয়ের গহীনে লেখা নীল খামে 
অযুত কোটি চিঠির ঠাওর অতল গহ্বরে!

নিয়ন বাতির ল্যাম্প পোস্টে অব্যক্ত প্রশ্নের পাহাড় 
অব্যক্ত প্রেমানুভূতী! 
নীল খামে বন্দি নৈঃশব্দ্যতায়
অব্যক্ত প্রেমানুভূতী নীল খামে উদ্বিগির অজানা
অথচ অব্যক্ত প্রেমের নির্মম ট্রাজেডি 
পতঙ্গের মতোন আত্নহুতি সিওপেডি প্যাসেন্ট!
অথচ অব্যক্ত প্রেমের আলোকবর্ষ যোজন 
অনুরোণন নীল খামে কষ্টের বেথুল 
কখনও পৌঁছায়নি ডাক পিয়ন?

Side banner