Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

চট্টগ্রামের তিনটি আসনে বিএনপির প্রার্থী রদবদল


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০২৫, ০৮:৫০ পিএম চট্টগ্রামের তিনটি আসনে বিএনপির প্রার্থী রদবদল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি আসনে প্রার্থী রদবদল করেছে বিএনপি। চট্টগ্রাম ৪, ১০ ও ১১ আসনে এই রদবদল আনা হয়েছে।
এরমধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে।
এদিকে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর পরিবর্তে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে সাঈদ আল নোমানকে। অন্যদিকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। ফাঁকা ছিল চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ)। আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় এখন কেবল চট্টগ্রাম-১৪ আসন ফাঁকা রয়েছে। চট্টগ্রাম ১১ আসনে আমীর খসরুর ছেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরীও মনোনয়ন ফরম নিয়েছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি। এরপর গত ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়। সবমিলিয়ে এ পর্যন্ত মোট ২৭৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ২৭ আসনেও যথাসময়ে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Side banner