Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহ-১১ আসনের মোর্শেদ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:০৬ পিএম প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহ-১১ আসনের মোর্শেদ

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম। এ খবরে তার সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তিনি ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। 
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়।  
খবরের সত্যতা নিশ্চিত করে মুহাম্মদ মোর্শেদ আলম বলেন, নির্বাচন কমিশনের আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। এর আগে গত ৩ জানুয়ারি ময়মনসিংহ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আমরা স্বতন্ত্র প্রার্থিতায় এক শতাংশ ভোটে স্বাক্ষর গরমিলের অভিযোগে প্রার্থিতা বাতিল করা হয়েছিল। অবশেষে নির্বাচন কমিশনে আপিল করে আমি প্রার্থিতা ফিরে পেয়েছি।  
তিনি আরও বলেন, আমি ইউপি চেয়ারম্যান ছিলাম। বিগত সময়ে উপজেলা নির্বাচনে অংশ নিয়ে ৭৫ হাজার ভোট পেয়েছি। আশা করছি সংসদ নির্বাচনেও জনগণের রায় আমার পক্ষে থাকবে।
প্রসঙ্গত, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু। তার সঙ্গে দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন স্থানীয়ভাবে প্রভাবশালী বিএনপি নেতা মুহাম্মদ মোর্শেদ আলম। এ নিয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে।

Side banner