বিএনপি তার শরিক দলগুলোর জন্য যে সকল আসন ছেড়ে দিয়েছে তার মধ্যে বগুড়া ২ মাহমুদুর রহমান মান্না (নাগরিক ঐক্যের সভাপতি), কুমিল্লা ৭ রেদোয়ান আহমেদ (এলডিপি মহাসচিব), ব্রাহ্মণবাড়িয়া ৬ জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী), ঢাকা ১৩ ববি হাজ্জাজ (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান), ভোলা ১ আন্দালিভ রহমান পার্থ (বিজেপি চেয়ারম্যান), পটুয়াখালী ৩ নুরুল হক (গণ অধিকার পরিষদের সভাপতি), ঝিনাইদহ ৪ মুহাম্মদ রাশেদ খাঁন (গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক), ঢাকা ১২ সাইফুল হক (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক), পিরোজপুর ১ মোস্তফা জামাল হায়দার (জাতীয় পার্টি কাজী জাফর এর চেয়ারম্যান), নড়াইল ২ ফরিদুজ্জামান ফরহাদ (ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান), সিলেট ৫ মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি), নীলফামার ১ মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম আফেন্দী (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব), ব্রাহ্মণবাড়িয়া ২ মাওলানা জুনায়েদ আল-হাবীব (হেফাজত নেতা ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি), নারায়ণগঞ্জ ৪ মুফতী মনির হোসাইন কাসেমী (জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সভাপতি), যশোর ৫ মুফতি রশীদ বিন ওয়াক্কাস (জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব)।








































আপনার মতামত লিখুন :