ওল্ড ট্রাফোর্ডে গিয়ে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে আধিপত্য দেখিয়েছে সফরকারী নিউক্যাসল। কিন্তু একটি গোলে ব্যবধানটা গড়ে দিলো স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। প্যাট্রিক ডোরগুর একমাত্র গোলে রুবেন অ্যামোরিমের দল নিউক্যাসলকে হারিয়েছে। এর মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে জায়গা নিলো রেড ডেভিলরা।
নিজেদের মাঠে ইউনাইটেডের দখলে বল ছিল মাত্র ৩৪ শতাংশ। পাশাপাশি গোলের জন্য ১০টি শট নিয়ে তারা তিনটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ৬৬ শতাংশ পজেশন এবং ১৩ শটের মধ্যে দুটি লক্ষ্যে ছিল নিউক্যাসলের। সর্বশেষ তিন ম্যাচে দ্বিতীয় হারে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়।
ম্যাচের ২৪তম মিনিটেই লিড পেয়ে যায় ইউনাইটেড। ইউনাইটেডের দালোতের লম্বা থ্রোয়িং বক্সে ক্লিয়ার করতে গিয়ে ডোরগুর পায়ে তুলে দেয় নিউক্যাসল। বক্সের মাথা থেকে বাঁ পায়ের জোরালো শটে তিনি সেটি জালে জড়ান। ইউনাইটেডের হয়ে এটি ডোরগুর প্রথম গোল। এর আগমুহূর্তে কাছ থেকে নেওয়া ম্যাথিউস কুনহার শট কর্নার বানিয়ে ফেরান সফরকারী গোলরক্ষক অ্যারন রামসডেল। এ ছাড়া খেলার শুরুতে ক্যাসেমিরো এবং ১০ মিনিটের পর বেঞ্জামিন সেসকোর নেওয়া শট বাইরে দিয়ে যায়।
নিউক্যাসলও সুযাগ পেয়েছিল। তবে ব্রুনো গুইমারেসের হেড চমৎকার রিফ্লেক্সে ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক সেন ল্যামেন্স। বিরতির আগে ডোরগু আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন। তবে এবার ডেনমার্ক লেফটব্যাকের শট রামসডেল ঝাঁপিয়ে ঠেকিয়েছেন। তবুও ১-০ ব্যবধান নিয়ে প্রথমার্ধ শেষ করে অ্যামেরিমের দল। ম্যাচে ফিরতে মরিয়া নিউক্যাসল বিরতির পর ইউনাইটেডকে চেপে ধরে। কিন্তু ৫১ মিনিটে তাদের সুযোগ ভেস্তে যায় ফ্যাবিয়ান শেয়ারের শট ডোরগুর পায়ে বাইরে দিয়ে গেলে।
লিড বাড়ানোর সুযোগ পেয়েছিল স্বাগতিকরাও। কিন্তু সেসকোর জোরালো শট গিয়ে নিউক্যাসলের ক্রসবারে লাগে। একইভাবে ৬২ মিনিটে সফরকারী লুইস হলের গতিময় শট লাগে ক্রসবারে। মাঝে লিসান্দ্রো মার্টিনেজের হাতে লাগার দাবি তুলে পেনাল্টি চায় নিউক্যাসল। কিন্তু ভিএআরের সঙ্গে কথা বলে পেনাল্টি নয় বলে জানান রেফারি। মিনিট পাঁচেক পর অ্যান্থনি গর্ডন সমতা ফেরাতে পারতেন। তবে তার আড়াআড়ি শটটি লক্ষ্যে ছিল না। মার্টিনেজও একটি লক্ষ্যহীন শট নেন। শেষ পর্যন্ত স্কোরলাইন আর পরিবর্তন হয়নি।








































আপনার মতামত লিখুন :