Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:৩৪ পিএম বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা

বিপিএলে খেলোয়াড়দের চুক্তির টাকার লেনদেন নিয়ে নানা সময় বিতর্ক উঠেছে। এবারো তেমন কিছু হবে কি না তার নিশ্চয়তা দেওয়া যায় না। আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ১২তম বিপিএল। ৬ দল এখন দুটি পাতা একটি কুড়ির শহর সিলেটে। বিপিএল শুরু হতে এখনো ৪৮ ঘণ্টার বেশি সময় রয়েছে। এর মধ্যে প্রথম ধাপের পেমেন্ট পেয়েছে কোন কোন দল, খোঁজ নিয়ে দেখেছে সাংবাদিকরা। 
মূলত টুর্নামেন্ট শুরুর আগে নিয়ম অনুযায়ী প্রত্যেক ক্রিকেটারকে তার চুক্তির ২৫ শতাংশ টাকা দিতে হয়। এরপর টুর্নামেন্টের মাঝপথে পরিশোধ করতে হয় ৫০ শতাংশ টাকা। রাজশাহী ওয়ারিয়র্স সবার প্রথমে ক্রিকেটারদের ২৫ শতাংশ টাকা পরিশোধ করেছে। 
এদিকে আজ (বুধবার) রংপুর রাইডার্স ক্রিকেটারদের ৫০ শতাংশ টাকা পরিশোধ করেছে বলে জানা গিয়েছে। ক্রিকেটারদের খুশি রাখতেই এমন উদ্যোগ দলটির। তবে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা এখনো কোনো অর্থ বুঝে পাননি। জানা গেছে আজকালের মধ্যে পেয়ে যাবেন প্রথম ধাপের টাকা। 
এছাড়া ঢাকা-নোয়াখালীর ক্রিকেটাররাও এখনো প্রথম ধাপের টাকা বুঝে পাননি। দল দুইটির পক্ষ হতে জানা গিয়েছে দুই একদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে অর্থ। এদিকে হোম ভেন্যুতে মাঠে নামতে যাওয়া সিলেট দলের খেলোয়াড়রাও এখনো প্রথম ধাপের টাকা বুঝে পাননি।

Side banner