Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

জেমস ক্যামেরনের ছবিতে গোবিন্দ!


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:২৩ পিএম জেমস ক্যামেরনের ছবিতে গোবিন্দ!

জেমস ক্যামেরনের বিশ্ববিখ্যাত ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বরাবরই দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে সম্প্রতি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে অবাক হয়েছেন সিনেমাপ্রেমীরা। ভিডিওতে দেখা যাচ্ছে, নীল রঙে ঢাকা শরীরে লম্বা চুল নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ।
এরপরই নেটদুনিয়ায় প্রশ্ন ওঠে- তবে কি সত্যিই হলিউডের এই মেগা প্রজেক্টে অভিনয় করছেন ‘হিরো নম্বর ওয়ান’? ভাইরাল হওয়া ভিডিওটি দেখে সাধারণ ভক্তদের মনে বিভ্রান্তি তৈরি হলেও, অনুসন্ধানে জানা গেছে এর আসল খবর। 
ভিডিওটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং জেমস ক্যামেরনের আসন্ন ছবিতে গোবিন্দর অভিনয়ের খবরটিও শুধু গুজব। হঠাৎ করে কেন হলিউড ছবির সঙ্গে গোবিন্দর নাম জড়িয়ে এমন ভিডিও তৈরি হলো, তার একটি মজার প্রেক্ষাপট রয়েছে। 
২০১৯ সালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে গোবিন্দ দাবি করেছিলেন যে, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম ‘অ্যাভাটার’ ছবিতে অভিনয়ের প্রস্তাব তিনি পেয়েছিলেন। অভিনেতা আরও জানিয়েছিলেন, জেমস ক্যামেরন নিজেই তাকে এই ছবির নাম প্রস্তাব করেছিলেন। 
তবে দীর্ঘ সময় মেকআপ নিয়ে থাকার কারণে এবং সময়ের অভাবে তিনি সেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। গোবিন্দর সেই পুরনো দাবিকে কেন্দ্র করেই কোনো এক নেটিজেন এআই প্রযুক্তি ব্যবহার করে তাকে ‘অ্যাভাটার’ লুকে সাজিয়েছেন। যা এখন বিনোদন পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Side banner