Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ভাঙা হাত নিয়েও টাইব্রেকারে পিএসজি গোলকিপারের বীরত্ব


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ২০, ২০২৫, ০২:২৪ পিএম ভাঙা হাত নিয়েও টাইব্রেকারে পিএসজি গোলকিপারের বীরত্ব

পিএসজির রাশিয়ান ব্যাকআপ গোলকিপার মাতভেই সাফোনোভ। গত ২৯ নভেম্বর লুকাস শেভালিয়ের গোড়ালির চোটে পড়ার আগে যিনি এক মিনিটও দলের জার্সিতে খেলেননি। এই ২৬ বছর বয়সী গোলকিপার তার পিএসজি ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে নিজেকে উজাড় করে দিলেন। বুধবার ইন্টারকন্টিনেন্টাল কাপে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে টাইব্রেকারে বীরত্ব দেখিয়ে পিএসজির জয়ের নায়ক তিনি।
ইন্টারকন্টিনেন্টাল কাপে পেনাল্টি শুটআউটে ব্রাজিলিয়ান ক্লাবকে হারিয়ে প্রথম বৈশ্বিক শিরোপা জিতেছে পিএসজি। ফ্রান্সের চ্যাম্পিয়নদের এই সাফল্যে বিরাট ভূমিকা সাফোনোভের। শুটআউটে ২-১ গোলের জয়ে টানা চারটি পেনাল্টি সেভ করেন তিনি। দলের জয় নিশ্চিত হতেই গোলপোস্টের পাশে সতীর্থরা তাকে বাতাসে ছুড়ে উদযাপন করতে থাকেন। এই সময় নিজের বাঁ হাত সামলে রাখেন রুশ গোলকিপার। কারণটা জানা গেল এবার।
টাইব্রেকারের পর ভাঙা হাত নিয়ে মাঠ ছেড়েছেন সাফোনোভ। পিএসজি কোচ লুইস এনরিকে বললেন, শুটআউটের সময় চোট পেয়েছেন তাদের কিপার। তার কথা ‘আমি কিছু ব্যাখ্যা করতে পারব না, এটা অবিশ্বাস্য। খেলোয়াড়ও জানে না কীভাবে এটা হলো। আমরা মনে করছি তৃতীয় পেনাল্টি কিকের সময় এটা হয়েছে। তার নড়াচড়ায় সমস্যার কারণে হাত ভেঙে গেছে। ভাঙা হাত নিয়েই শেষ দুটি শট সেভ করেছিল সে। তার অ্যাড্রেনালিন (অ্যাড্রেনাল গ্রান্ড থেকে নিঃসরিত হরমোন) এতটাই শক্তিশালী যে সে ব্যথা ছাড়াই সেভগুলো করেছে। দলকে সাহায্য করতে সাফোনোভসহ খেলোয়াড়দের যে সামর্থ্য, সেটা অসাধারণ। এমন মানসিকতা আমরা চাই।’
সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সাফোনোভ। কী হয়েছিল সরাসরি বলেননি তিনি, ‘আপনারা জানেন, যাই ঘটুক না কেন, আমি ভেঙে যাই না।’ পিএসজি জানিয়েছে, তিন বা চার সপ্তাহ পর সাফোনোভের পরিস্থিতি পুনর্মূল্যায়ন হবে।’
আগামী শনিবার পঞ্চম স্তরের ক্লাব ভেন্দে ফোন্তেনেইয়ের বিপক্ষে ফরাসি কাপে পিএসজির পরের ম্যাচ। সেই খেলায় গোলকিপার নিয়ে কিছুটা বিপাকে পড়ল প্যারিস ক্লাব।

Side banner